ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১ অনলাইন ডেস্ক : নেত্রকোনা-ময়মনসিংহ মহসড়কের গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী খিচা নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। বুধবার সকাল ১০টায় তারাকান্দার খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজিচালক দূর্গাপুর উপজেলার উত্তর গুজিরকোনা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শহীদ মিয়া (৪০), একই উপজেলার আলমপুর বালুচর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল মিয়া (৩২) ও ফকরুদ্দিনের ছেলে মাসুম মিয়া। আহত হয়েছেন একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আমিনুল ইসলাম। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দূর্গাপুর থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে তারাকান্দা থানার খিচা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক শহীদ মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যায়। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিউর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে ২ জন মারা গেছে। সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে অটোরিকশা-সিএনজি সংঘর্ষে আহত- ৮ ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত-৩,আহত-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ৩- আহত ৮ গৌরীপুরে অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত গৌরীপুর ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত ২ লড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত জামালপুরে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৮ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ ভালুকায় সেফটি ট্যাংকিতে পড়ে মা ও শিশু ছেলেসহ নিহত-৩ দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা SHARES Matched Content দেশের খবর বিষয়: ট্রাক-সিএনজিরনিহত-৩মুখোমুখিসংঘর্ষে