পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মে ৬, ২০২২ নিজস্ব প্রতিবেদক : খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া মহিলা কলেজ মোড় ও বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ডুমুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ইব্রাহিম (৮ মাস) ও নড়াইলে সদর থানা এলাকার রনি বিশ্বাস (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ডুমুরিয়া বাস স্ট্যান্ড থেকে একটি ভ্যানযোগে ইজিবাইক চালক ডুমুরিয়া গ্রামের শরিফুল ইসলাম তার শিশু পুত্র ইব্রাহিমকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পাজেরো গাড়ি ডুমুরিয়া মহিলা কলেজ মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সাজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়লে শিশুসহ আরও দুই জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। অপরদিকে, বিকেলে ডুমুরিয়া থানাধীন বরাতিয়া নামক স্থানে যাত্রীবাহী অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি বিশ্বাস নামের এক যুবক নিহত হয়েছেন। চুকনগর-খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইন চার্জ মো. মেহেদী হাসান জানান, গুরুতর আহত দু’জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাজেরো গাড়ীটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত দু’জনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: গৃহবধূ রত্না হত্যা : দায় স্বীকার করে স্বামীর জবানবন্দি চিতলমারী কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীর জরিমানা মশার উপদ্রব: ডেঙ্গু আতংকে বেনাপোলবাসী খুলনায় করোনা আক্রান্ত ১১ জনের পরিবারের পাশে যুবলীগ নেতা বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ডুমুরিয়ায় তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করোনায় আক্রান্ত যশোর-৪ আসনের এমপি ভাসমান বেডে আমন বীজ তলা তৈরি করেছে কৃষকরা ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সত্যতা যাচাই ছাড়া সংবাদ প্রকাশিত হলে তা সর্বক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করে অতিষ্ট খুলনা নগরবাসী: ইজিবাইকের কারনে লেগে থাকছে যানজট ছোট বড় দুর্ঘটনা ঘুর্ণিঝড় ‘ইয়াস‘ হুমকির মুখে কয়রা,দাকপ বেড়িবাঁধ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: পৃথক সড়ক দুর্ঘটনায়শিশুসহ নিহত ২