নারী শ্রমিককে গণধর্ষণ: গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; সাভারে এক নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষনের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সাভারের জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ও নারী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জয়নাবাড়ি এলাকার লিয়াকত আলী বাড়ির ভাড়াটিয়া অমিত হাসান (২২), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে তারেক রহমান (২১) নড়াইল জেলার সদর থানার এলাকার কালিয়া গ্রামের মো. ফিরোজ কাজীর ছেলে মো. রাব্বি (২০)। মালালার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী শ্রমিকের সাথে তারেক রহমান ও রাব্বি একই কারখানায় চাকরি করত। সেই সুবাদে পরিচয়ে সূত্র ধরে তারা ২২ জুন রাত ৮টার দিকে কারখানা ছুটি শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। একপর্যায়ে জয়নাবাড়ি পশ্চিমপাড়া এলাকার চারুতা ফার্নিচারের গলিতে পৌঁছলে তারেক রহমান ও রাব্বি ওই নারী শ্রমিককে জোর করে স্থানীয় কামালের মালিকানাধীন রাব্বির ভাড়া বাসায় নিয়ে যায়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে প্রথমে তারেক ওই নারীকে ধর্ষণ করে এবং রাব্বি ঘরের সামনে পাহারা দেয়। পরবর্তীতে তাদের সহযোগিতায় অমিত হাসান নামে আরও এক যুবক ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক জানান, নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। Share this:FacebookX Related posts: ব্যাংকে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ গ্রেফতার ৩ সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ গাজীপুরে রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩ নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ লবণভর্তি ট্রাক থেকে ইয়াবাসহ গ্রেফতার ৩ গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ৩ রাতের আধারে পেঁয়াজসহ আটক ২ ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার যাত্রাবাড়ীতে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ছয় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ: একজনের স্বীকারোক্তি, রিমান্ডে ৫ SHARES Matched Content অপরাধ বিষয়: গণধর্ষণগ্রেফতার ৩নারী শ্রমিককে