গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেফার করে। ভুক্তভোগী কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরর ওসিসিতে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। অভিযোগে জানা গেছে, প্রেমের সম্পর্কের কারণে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের মানিক হোসেনের ছেলে সুমন হোসেন ওরফে আলামিন (২২) নামের এক যুবক ১৪ বছরের কিশোরী প্রেমিকাকে শনিবার সন্ধ্যায় ফোন করে ডেকে নেয়। তার কথা অনুযায়ী কিশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আসে এবং তাদের মধ্যে সাক্ষাত হয়। কিছক্ষণ পর প্রেমিক সুমন হোসেন ওরফে আলামিন একটা কাজ আছে বলে তার তিন বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে চলে যায়। তারপর সুমন আর ফিরে আসেনি। একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের পেছনে রাতভর কিশোরীকে গণধর্ষণ করে তারা। এ ঘটনায় রোববার রাতে কিশোরী বাদী হয়ে বাঘা থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এই মামলার তিনজন আসামিকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-উত্তর মিলিক বাঘা গ্রামের এমদাদ আলীর ছেলে তারেক হোসেন (২৫), মিলিক বাঘা গ্রামের সাদেক আলীর ছেলে আরিফ হোসেন ওরুফে নাসির (২৩), বাজুবাঘা নতুন পাড়া গ্রামের নওসেন আলীর ছেলে সবুজ আলী (২১)। তবে এই মামলার মুল আসামি সুমন হোসেন ওরফে আলামিন পলাতক রয়েছে। এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক আছে। তাকেও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরর ওসিসিতে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ব্যাংকে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ গ্রেফতার ৩ সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ গাজীপুরে রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩ লবণভর্তি ট্রাক থেকে ইয়াবাসহ গ্রেফতার ৩ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: কিশোরীগণধর্ষণেরগ্রেফতার ৩শিকার