ভালুকায় মাটি ফেলে সরকারী খাল ভরাট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় একটি প্রভাবশালী মহল কর্তৃক মাটি ফেলে সরকারী খাল ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও স্থানীয় কৃষদের অভিযোগ, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল আজিজ ও তার ভাতিজা আঃ মালেক মিলে মল্লিকবাড়ী-আউলিয়ারচালা সড়কের সোনাখালী অংশে জোঁকাদারা পাকা সেতুর নীচে খালের উপর মাটি ভরাট করে সরকারী জমি দখল করে নিচ্ছে। মাটি ভরাটের ফলে উইং ওয়াল মাটিচাপা পরায় সেতুটি ঝুকিপুর্ণ হয়ে পরেছে। অপরদিকে মাটিফেলে খাল ভরাট করায় বর্ষা এলে উভয় দিকের গ্রাম ও ফসলি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি সাধন হওয়ার আশংকা করছে এলাকাবাসী। তা ছারা খাল ভরাট হওয়ার কারনে আবাদী জমিতে সেচ ব্যবস্থা ব্যহত হবে বলে এলাকার চাষীরা জানান। এলাকাবাসীর দাবী দীর্ঘদিনের পুরানো খালটি উদ্ধার ও জলাব্ধতা নিরশনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে সরজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন। Share this:FacebookX Related posts: ভালুকায় ৪ জন করোনা রোগী শনাক্ত এলাকা লকডাউন ভালুকায় মিল শ্রমিকের লাশ উদ্ধার ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের স্বেচ্ছা সেবকদের মাঝে পিপিই,মাস্ক ও চশমা বিতরণ ভালুকায় হবিবাড়ীর স্বেচ্ছাসেবীরা করোনা মোকাবেলায় প্রশংসিত ভালুকায় বাদশাহ টেক্সটাইল মিলের গুদামে আগুনে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ ভালুকায় মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দেবর ভালুকায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার ভালুকায় বাস চাপায় মিল শ্রমিক নিহত ভালুকায় শিশু ও প্রতিবন্ধীসহ ধর্ষণের শিকার-৩ ভালুকায় সুদের টাকার জন্য আদিবাসীর আত্মহত্যা ভালুকায় মহাসড়কে ময়লার স্তুপের পাশে বাসচাপায় নিহত ১ SHARES Matched Content দেশের খবর বিষয়: ভালুকায়মাটি ফেলেসরকারী খাল ভরাট