ভাঙ্গুড়ায় কম্বল বিতরণ

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন গ্রামে পৌষের কনকনে শীতে অসহায় মানুষের কষ্ট বেরেছে। গরম কাপড়ের অভাবে দূর্ভোগ পোহাতে হয় তাদের। এমন অবস্থায় ঢাকা থেকে ছুটে এলেন ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামের কৃতি সন্তান লায়ন শামসুল আলম।
তিনি সমাজের হতদরিদ্র শীতার্থ ওইসব মানুষের পাশে এসে দাঁড়ালেন। শামসুল আলম লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজের প্রেসিডেন্ট ও মুক্ত আকাশ মিডিয়া স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তার ব্যক্তিগত উদ্যোগে নিজ গ্রাম পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুরের হতদরিদ্র ২শ’ শীতার্থ মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। এসময় সমাজসেবক আব্দুল কুদ্দুস, নুরুল ইসলাম বরাত, ইউপি সদস্য আব্দুল আলীম, মীর শফিক, প্রমুখ উপস্থিত ছিলেন।