নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওগাঁ সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পুরাতন হাসপাতাল) প্রাঙ্গনে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁ শাখা এই ক্যাম্পের আয়োজন করে। এদিন সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁ শাখার সভাপতি ডা: আশেক হোসেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নওগাঁ শাখার সভাপতি ডা: মো: হাবিবুর রহমান, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা: কামরুল হাসান টিপু, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: মুনির আলী আকন্দ ও অন্যান্য চিকিৎসকবৃন্দ। ক্যাম্পে বিশেজ্ঞ সার্জন ও চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলা, চর্ম, শিশু, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও প্রতিজন রোগীকে ওষুধ প্রদান করা হয়। আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশের প্রত্যন্ত এলাকার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের দ্বোড়গড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পেীঁছে দেওয়া। তাই আমরা মহান এই ব্যক্তির স্বপ্ন পূরণে এই ক্যাম্পের আয়োজন করেছি। পুরো বছরব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমিক ভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলেও এই ক্যাম্পের আয়োজন করবো। আর জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আশা রাখি আমাদের এই ছ্ট্টো আয়োজনের মাধ্যমে সমাজের গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষগুলো উপকৃত হবেন। Share this:FacebookX Related posts: নওগাঁয় জাতীয় উদ্যান আলতাদিঘীতে বিরল প্রজাতির কালিম পাখি অবমুক্ত নওগাঁয় বাম গনতান্ত্রিক জোট ও বিএনপির বিক্ষোভ সমাবেশ হালুয়াঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত নওগাঁর সাপাহারে অতিথি পাখির কলতানে মুখরিত জবই বিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আনন্দমেলা লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ নওগাঁয় ছোট যমুনার ধারে ময়লা-আবর্জনা দূর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ ডিজিটাল যুগে প্রবেশ করলো নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত নওগাঁ পাকুরিয়া গণহত্যা দিবস পালন নওগাঁর ১১টি উপজেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহ নওগাঁয় প্রথম টিকা নিলেন ডিসি, এসপি, সিভিল সার্জন SHARES Matched Content দেশের খবর বিষয়: জন্মশতবার্ষিকীনওগাঁফ্রি মেডিকেল ক্যাম্পবঙ্গবন্ধু