সড়কের এমন বেহাল অবস্থায় দুর্ভোগে গ্রামবাসী

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের পূর্ব হাজরাপাড়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের দেওয়া কথা দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

উপজেলার পূর্ব হাজরা গ্রাম। ওই গ্রামে বসবাস করেন পা/সাতশ মানুষ। উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ওই রাস্তাটির কিছু অংশ ইট বিছানো হলেও প্রায় এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় একটু বৃষ্টি হলেই কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

গ্রামবাসীর পক্ষে আতাউর রহমান ও হাবিবুর রহমান স্থানীয় সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি আবেদন পোষ্ট করেছেন।

আতাউর রহমান ও হাবিবুর রহমান বলেন, ওই রাস্তা সংস্কারে মেম্বার ও চেয়ারম্যান কথা দিলেও দীর্ঘদিনেও তা করতে পারেনি।

সোনামূখী ইউনিয়নের চেয়ারম্যান রাহেল ইমাম বলেন, ওই রাস্তায় ইট বিছানোর কাজ শুরু হয়েছে। বর্তমানে টাকার অভাবে বন্ধ রয়েছে। বাকি রয়েছে কিছু অংশ। পরবর্তী বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।