উখিয়ায় অর্ধশতাধিক ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার উখিয়ায় বিভিন্ন খাল ও সংরক্ষিত বনাঞ্চলে অর্ধশতাধিক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে পাহাড় খেকো সিন্ডিকেট। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিমত স্থানীয় পরিবেশবাদী সংগঠনের। সরজমিনে দেখা যায়, উখিয়া সদর রেঞ্জের আওতাধীন দোছড়ি বনবিটের হরিণমারা, বাগানের পাহাড় ও তুতুরবিল, ভালুকিয়া বনবিটের রত্না – হিজলিয়া খাল, থাইংখালী বনবিটের মোছার খোলা, তৈলখোলা ও থাইংখালী খালসহ ইনানী রেঞ্জের রাজা পালংয়ের তুতুর বিল, পাইন্যাশিয়া জালিয়া পালং ছোয়াংখালী ও মন খালী বনবিটের আওতাধীন সরকারি সংরক্ষিত বনাঞ্চলসহ খাল ও ছরায় অর্ধশতাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা জানায়, সংঘবদ্ধ পাহাড় খেকো সিন্ডিকেট সদস্যরা বনাঞ্চলের ভিতরে ছরা ও খালে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু মওজুদ করে। পরে ট্রাক ও ডাম্পার ভর্তি করে ওই বালু বিভিন্ন স্থানে বিক্রি করে। সচেতন নাগরিক সমাজের মতে, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় পাহাড়গুলো ধসে যাওয়ার উপক্রম হচ্ছে। শুধু তাই নয়, বর্ষা মৌসুমে ড্রেজার মেশিন বসানোর কারণে খালে ভাঙন দেখা দিয়েছে । স্থানীয়দের অভিযোগ, বালু খেকো সিন্ডিকেট বন বিভাগের কর্মকর্তা ও বনকর্মীদেরকে ম্যানেজ করে খালে ও পাহাড়ি ছরায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনে করছে। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হলেও পকেটে ভারী হচ্ছে বনকর্মীদের। রাজা পালং গ্রামের বাসিন্দা ইমরান খান জানান, অতীতের সকল রেকর্ড ভেঙে অসংখ্য ড্রেজার মেশিন বসিয়ে খালের ও পাহাড়ের ছরার বালু গিলে খাচ্ছে সিন্ডিকেট সদস্যরা। তুতুরবিল গ্রামে সরওয়ার জামাল বলেন রত্না-হিজলিয়া খালে ড্রেজার মেশিন বসিয়ে দিবারাত্রি অবৈধভাবে বালু উত্তোলন করলেও বন বিভাগের ভূমিকা রহস্যজনক। খোঁজ নিয়ে জানা গেছে, বালু উত্তোলনের জন্য বসানো ড্রেজার মেশিনের কোন বৈধ কাগজপত্র নেই । বালু উত্তোলনের নাটের গুরু হচ্ছেন ডাম্পার মালিক সিন্ডিকেট। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, থাইংখালী খালসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বালু খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত বান্দরবানে অবৈধ ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১৮ লাখ টাকা জরিমানা নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১০ নবীনগরে মহিলার গলিত লাশ উদ্ধার মিরসরাইয়ে নিখোঁজ যুবতির লাশ উদ্ধার নোয়াখালীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: অবৈধভাবে বালু উত্তোলনঅর্ধশতাধিকউখিয়ায়ড্রেজারে