করোনায় ভারতে আবারও বাড়ল মৃত্যু-আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাসে ভারতে আবারও মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোববার (গত ২৪ ঘণ্টায়) ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। মৃত্যু হয়েছে এক হাজার ২৫৮ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি দুই লাখ ৩৩ হাজার ১৮৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৫ হাজার ৭৫১ জনের। দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে সাত দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার দুই দশমিক ৮২ শতাংশ। আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট দুই কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশটিতে গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ১০১ জনের। অন্যদিকে, একদিনে দেশে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছেন। Share this:FacebookX Related posts: ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ ভারতে করোনায় ১৪৯ জনের মৃত্যু ভারতে করোনায় ২৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ৭,৪৪৭ জন ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ করোনায় ভয়াবহ অক্সিজেন সংকট ভারতে করোনায় ভারতে একদিনে চার হাজারের বেশি মৃত্যু ভারতে করোনায় আক্রান্তের সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৪৭ হাজার ছাড়ালো করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৬৫ হাজার ছুঁইছুঁই ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৭১৯ চিকিৎসকের মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আবারও বাড়ল মৃত্যু-আক্রান্তকরোনায়ভারতে