একদিনে করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৩৫৪

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; বগুড়ার প্রায় সকল উপজেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। জেলায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৫৪টি নমুনা পরীক্ষায় জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। এর মধ্যে বগুড়া সদরে ৬০ জন, আদমদীঘিতে ৮ জন, শিবগঞ্জে ৭ জন, গাবতলীতে ৮ জন, সারিয়াকান্দিতে ২ জন, দুপচাঁচিয়ায় ৩ জন, কাহালুতে ২ জন, নন্দীগ্রামে ৫ জন ,শেরপুরে ২ জন. ধুনটে ১ জন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান জানান ,গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর বেশিরভাগই বগুড়ার বাইরের জেলার। এ নিয়ে জেলায় মোট মত্যু হলো ৩৬৩ জন।

যারা মারা গেছেন তারা হলেন – বগুড়া সদরের সেতারা বেগম (৭৮) ও আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাটের হাসনা বেগম (৬৫), লুৎফর রহমান (৬৫) মামুন সরদার (৪৫) আহাদ আলী (৭৫) ও নূর জাহান (৩০) এবং নওগাঁর রিয়াজউদ্দীন (৬০)। এদের মধ্যে সেতারা, হাসনা ও লুৎফর রহমান টিএমএসএস হাসপাতালে, আবুল কালাম আজাদ, নূর জাহান ও রিয়াজউদ্দীন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে এবং আহাদ আলী ও মামুন সরদার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জেলার ১২টি উপজেলার মধ্যে ১০টিতে করোনা সংক্রমণ ছড়িয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ হাজার ১৫২ জন।নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগী ১২ হাজার ২৯৮ জন।

বগুড়া শজিমেক হাসপাতালে আ্ইসিইউসহ মোট ১০০ শয্যার বিপরীতে করোনা রোগী ভর্তি আছে ৯৩ জন, মো. আলী হাসপাতলে ভর্তি আছে ১৪০ জন, টিএম এস এস হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন। সরকারি হাসপাতলে করোনা ইউনিটে শয্যা সংখ্যা প্রায় শেষ। বুধবার যদি করোনা রোগী বেড়ে যায় তবে তাদের মেঝেতে রাখা ছাড়া কোন উপায় থাকবে না বলে জানান শজিমেক হাসপালের উপ-পরিচালক ডাঃ ওয়াদুদ।