করোনায় সংক্রমিত সাংসদ এনামুল হক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও এনা প্রপার্টিজের মালিক ইঞ্জিনিয়ার এনামুল হক। বুধবার রাতে তিনি নিজেই ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। সাংসদ এনামুল হক তার ফেসবুকে পেজে জানান, গত মঙ্গলবার তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল বুধবার রাতে এর প্রতিবেদন আসে। এতে তার করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। তার কোনো সমস্যা ও উপসর্গ নেই। আগের মতোই তিনি সুস্থ আছেন। মনোবলও শক্ত রয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এলাকার লোকজনকে বিচলিত না হওয়ার জন্য ও তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। এদিকে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১৫ জন মন্ত্রী-এমপি। এর মধ্যে দুজন মারা গেছেন। গত শনিবার নতুন আক্রান্ত হয়েছেন বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা এমপি। এছাড়াও অনেক সাবেক এমপি-মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে অন্যরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সস্ত্রীক (বর্তমানে সুস্থ), বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (বর্তমানে সুস্থ) ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এদের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। Share this:FacebookX Related posts: বড়াইগ্রামে করোনায় সন্দেহভাজন আক্রান্ত ১ হোম কোয়ারেন্টাইনে ৩২ করোনায় ভালো নেই আত্রাইয়ের মৃৎশিল্পের কারিগররা আত্রাইয়ে করোনায় নতুন করে আক্রান্ত ১জন, সুস্থ ৬জন সাপাহারে করোনায় প্রথম ১জন গ্রাম পুলিশের মৃত্যু, উপজেলায় আক্রান্ত ৫০ আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনায়সংক্রমিতসাংসদ এনামুল হক