জয়পুরহাটে করোনায় একজনের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রোবরার সন্ধ্যায় এ তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। মৃত আব্দুর রাজ্জাক আকন্দ (৫২) ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।
এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

এদিকে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা মোকাবেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে জেলার বতর্মান করোনা পরিস্থিতি তুলে ধরেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সভায় সোমবার থেকে খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলায় গত এক সপ্তাহে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের পজেটিভ পাওয়া যায়। অথচ আগের সপ্তাহে করোনা পজেটিভ ছিল মাত্র ৪৩ জন।

করোনা পজেটিভ ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করে একটি লাল কাপড় ঝুঁলিয়ে দিয়ে দায়িত্ব শেষ করছে স্থানীয় প্রশাসন। কিন্তু করোনা আক্রান্ত বাড়ির লোকজন অবাধে চলাফেরা করলেও তা দেখার কেউ নেই। ফলে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে।