হালুয়াঘাট বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলায় চ্যাম্পিয়ন পৌরসভা

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুন ২, ২০২১

হালুয়াঘাট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২ জুন) বিকেলে হালুয়াঘাট সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শ্বাসরুদ্বকর উত্তেজনার মধ্য দিয়ে উক্ত ফাইনাল খেলায় প্রথম বারের চ্যাম্পিয়ন হালুয়াঘাট পৌরসভা ৫-০ গোলে ৬নং বিলডোরা ইউনিয়ন দলকে পরাজিত করেন ।

খেলোয়ারদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। প্রথমার্ধের ১১ মিনিটে ১টি প্যানাল্টি শট আরো ২ গোল এর মাধ্যমে এগিয়ে যায় পৌরসভা, সমতা ফেরাতে বিলডোরা ইউনিয়ন গোল পরিশোধ করতে আক্রমণ করতে থাকেন। দ্বিতীয়ার্ধে সময়ে আরো দুই গোল করে ৫-০ ব্যবধানে জয়লাভ করে এই নিয়ে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হালুয়াঘাট পৌরসভা।

উক্ত ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক সায়েম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা ,সহকারী কমিশনার(ভুমি)তৌহিদুর রহমান,হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল ওয়াহাব, অফিসার ইনচার্জ মো.মাহমুদুল হাসান,একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম,বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ ।