গৌরীপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাটশিরা একাদশ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু সেভেন সাইড মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (৯ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে ট্রাইবেকারে কোনাপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাটশিরা একাদশ। খেলা শেষে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য তানজীর আহমেদ রাজীবের সৌজন্যে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৩টায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, পৌর মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, পৌর আওয়ামীলীগ নেতা আজিজুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সড়ক পরিবহনলীগ উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান নুরু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মতিউর রহমান চিশতি, ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সোহাগ, নাজমুল, কাইয়ূম প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন এনায়েত হোসেন শামীম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষে মামুন জানান, বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। এতে স্থানীয় ৬টি দল অংশগ্রহন করে।