পিকআপকে অজ্ঞাত গাড়ির ধাক্কা, নিহত ৩

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশালে পিকআপকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপচালক।রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৩৬), তার বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা।

পুলিশের ধারণা- পিকআপকে ধাক্কা দেয়ার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েছে।

ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে রায়মনি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তিন জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’