সড়ক দুর্ঘটনায় বিজিবির দুই ল্যান্স নায়েক নিহত, আহত ৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই জন ল্যান্স নায়েক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বিজিবির আরও পাঁচ সদস্য। শনিবার (১৩ জুন) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ল্যান্স নায়েক জোবায়ের হোসেন (৪০) ও আবু সাঈদ (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি এবং রহনপুরের ৫৯ বিজিবির বেশকিছু সদস্যকে প্রশিক্ষণের জন্য একটি ভ্যানে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গোদাগাড়ীর সারেংপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিজিবির গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিজিবির গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই ল্যান্স নায়েক জোবায়ের হোসেন মারা যান। এরপর আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্র জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে আবু সাঈদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুরুতর আহত দুই জনের চিকিৎসা চলছে। ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থলে নিহত জোবায়ের হোসেনের মরদেহ তাদের হেফাজতে রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হবে। আর দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। Share this:FacebookX Related posts: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৫ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ সাংবাদিক আহত নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো শিক্ষকের প্রাণ কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাছ ব্যবসায়ী আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: আহত ৫বিজিবির দুই ল্যান্স নায়েক নিহতসড়ক দুর্ঘটনায়