নাজমুল হক নাহিদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাছ বোঝায় ট্রাক ও দুটি পিকাপের সংঘর্ষে ১জন নিহত। আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন ।
বুধবার ভোররাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সোনাপুরে নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে । আহতদের উদ্ধার করে, নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, মহাদেবপুর উপজেলার সোনাপুর নামক স্থানে মাছ ভর্তি পিকআপ ও
দুটি কাভাডভ্যান মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘনাস্থলেই একজন নিহত হয়।
ঘটনাটি জানতে পেরে আহতদের দ্রæত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । এছাড়াও আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।