ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার রাত পৌণে ১২টার দিকে সদর উপজেলার মঙ্গলবাড়ি এম এম ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজলার বিল্লাহ গ্রামের এনামুল হক (৫৫) ও পশ্চিম পেঁচুলিয়া গ্রামের আবু রায়হান (৩৪)।

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক জানান, শুক্রবার রাতে ওই কলেজের সামনে একটি মোটরসাইকেল থামিয়ে তাদের তল্লাশি করা হয়। এ সময় ৯৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ এনামুল ও আবু রায়হানকে আটক করে র‍্যাব সদস্যরা। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।