সন্তানের হাতে পিতা খুন!

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে সন্তানের হাতে পিতা মো. সাইদুল হক (৮০) খুনের ঘটনা ঘটেছে। খুনোখুনির ঘটনায় অভিযুক্ত মো. সাইফুল (৪০) পলাতক রয়েছে।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন, ওসি তদন্ত ওমর হায়দার ও শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ইফতারের আগ মূহুর্তে পিতা ও পুত্রের সাথে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক মূহূর্তে হাতাহাতির এক পর্যায়ে মো. সাইদুল হককে তার ছোট সন্তান মো. সাইফুল বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন পারিবারিক বিরোধের জের ধরে একজন খুন হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।