গৌরীপুর ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ কমল সরকার গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহ -নেত্রকোনা মহাসড়কে ময়মনসিংহর গৌরীপুর বেলতলি নামক স্থানে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির তিনজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) রাত সারে আটটার দিকে গৌরীপুর উপজেলার উল্লেখিত স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতর হলো দূর্গাপুর উপজেলার ইন্দুপুর গ্রামের আবুল মুনসুরের ছেলে মনির(১৭), মিনকিকান্দা গ্রামের মৃত জনাব আলীর ছেলে মূল হক (৪৮), কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর(৩৮)। তারা ময়মনসিংহ থেকে ডাক্তার দেখিয়ে সিএনজি যোগে বাড়ী ফিরছিলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে রবিবার রাত সারে ৮ দিকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি ময়মনসিংহ থেকে দূর্গাপুর যাওয়ার পথে গৌরীপুর উপজেলার বেলতলি বাজার থেকে দুইশত গজ সামনে একটি দাড়াঁনো পিকআপ কে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির তিনজন যাত্রী ঘটনা স্থলেই নিহত হয় এবং অপর দুইজন যাত্রীকে মারাতœক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। দূর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এসেময় এক ঘন্টার জন্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়তন্ত্রে আনে এবং পুনরায় সড়ক যোগাযোগ স্থাপন করে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দূর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। লাশ ময়না তদন্ত ছাড়াই আতœীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত-৩,আহত-২ গৌরীপুরে অটোরিকশা-সিএনজি সংঘর্ষে আহত- ৮ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত আহত-২ রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ গৌরীপুরে অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আহত-২ লড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ট্রাক-আলমসাধু সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ SHARES Matched Content দেশের খবর বিষয়: আহত-২গৌরীপুর ট্রাক-সিএনজি মুখোমুখিনিহত-৩সংঘর্ষে