সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। আজ শুক্রবার সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। এরমধ্যে পুলিশ ঘটনাস্থলে চারজনের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। অপর চারজনের মরদেহসহ বেশ কিছু আহত যাত্রীকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে- দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় যান চলাচলের রাস্তা খুলে দেয়। Share this:FacebookX Related posts: গৌরীপুরে অটোরিকশা-সিএনজি সংঘর্ষে আহত- ৮ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত জেলেদের সঙ্গে কোস্টগার্ডের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ সংঘর্ষে রণক্ষেত্র সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, আহত ৫০ কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়ে-মুচড়ে নিহত ৭ গৌরীপুরে অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত গৌরীপুর ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত ২ লড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ট্রাক-আলমসাধু সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ SHARES Matched Content দেশের খবর বিষয়: নিহত ৭মুখোমুখিসংঘর্ষেসিলেটে দুই বাসের