ফরিদপুরে তথ্য গোপন করে একাধিকবার করোনার টেস্ট করায় ২০ হাজার টাকা জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে তথ্য গোপন করে এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী একাধিকবার করোনার টেস্ট করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে বোয়ালমারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের আঁধারকোঠা নিবাসী অভিযুক্ত ওই ব্যাংক কর্মকর্তাকে এই জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, প্রাইম ব্যাংকের বোয়ালমারী শাখায় কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাফিজুর রহমান (৩৬) ও তার স্ত্রী তাইয়েবা আক্তার মিলা (২৬) গত ৫ এপ্রিল বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করান। এর পরদিন জানা যায় তার স্ত্রী মিলা করোনা আক্রান্ত। কিন্তু হাফিজুর রহমানের টেস্টের ফলাফল ইনএকটিভ আসে। এরপর গত ৮ এপ্রিল মো. হাফিজুর রহমান ও তার স্ত্রী তাইয়েবা আক্তার মিলা তাদের নাম পাল্টে যথাক্রমে রিপন খান ও নিলা বেগম নামে পুনরায় করোনার টেস্ট করান। ওই টেস্টে উভয়েরই করোনা শনাক্ত হয়। এরপর পরিচয় গোপন করে আবার ওই দম্পতি ২১ এপ্রিল নিজেদের প্রকৃত নামে অর্থাৎ মো. হাফিজুর রহমান ও তার স্ত্রী তাইয়েবা আক্তার মিলা নামে করোনা টেস্ট করান। এবারও তাদের করোনা পজিটিভ আসে। এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান গত কয়েক দিনে মো. হাফিজুর রহমান ও রিপন খানের মোবাইলে ৮/১০ বার ফোন দিয়ে করোনায় আক্রান্ত দম্পতির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এক পর্যায়ে বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে হাফিজুর রহমান ও রিপন খান একই ব্যক্তি। তথ্য গোপনের বিষয়টি নিশ্চিত হয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ শুক্রবার দুপুর একটার দিকে পৌরসভার আঁধারকোঠায় হাফিজুর রহমানের বাসায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও রোগ সংক্রমণ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২০১৮ এর ২৬ এর ২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, তথ্য গোপন করে বারবার করোনা টেস্ট করায় মো. হাফিজুর রহমান নামের ওই ব্যক্তিকে রোগ সংক্রমণ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২০১৮ এর ২৬ এর ২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Share this:FacebookX Related posts: ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু ফরিদপুরে অগ্নিকান্ডে তিন পাটের গুদাম পুড়ে ছাই ফরিদপুরে মানবতার সেবায় মাহাবুবুল হাসান পিংকু ফরিদপুরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে আটরশিতে পবিত্র ওরস শরীফ ফরিদপুরে বীজআলু উৎপাদন মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন ফরিদপুরে বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলার অভিযোগ ফরিদপুরে বিএনপিনেত্রীর সংবাদ সম্মেলন ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে গ্রামপুলিশ সদস্যদের সাইকেল বিতরণ ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু ফরিদপুরে কৃষকের ধান কেটে দিল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নেতাকর্মীরা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ২০ হাজার টাকা জরিমানাএকাধিকবার করোনার টেস্ট করায়তথ্য গোপন করেফরিদপুরে