ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১
ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু

এহসান রানা , ফরিদপুর : ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে । জেলাপ্রশাসক অতুল সরকারের নির্দেশনায় (২৬ এপ্রিল) সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমেরশুরু হয়। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জেলাপ্রশাসন সূত্র জানিয়েছে।

প্রথমদিনে জেলার ৫ শত অভাবীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। ইতিপূর্বে ফরিদপুরের জেলাপ্রশাসক অতুল সরকার উদ্ভাবিত ‘মানবিক সহায়তা কার্ডের’ মাধ্যমে বিগত বছরের ন্যায় এ বছর ও এ সহায়তা প্রদান করা হচ্ছে।

ফরিদপুর জেলাপ্রশাসন স্কুলএন্ড কলেজে চত্ত্বরে বেলা ১১ টায় সহায়তা প্রদান শুরু হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চাল , আলু, ডাল, লবন প্রদান করা হয়।প্রথমদিন ৫শত জন ব্যক্তির মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও লবন প্রদান করা হয়।

এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর সদর উপজেলা
নির্বাহী অফিসার মোঃ মাসুমরেজা, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃবায়েজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার গত বছর করোনা সময়ে‘মানবিক সহায়তাকার্ড’ উদ্ভাবনকরেন। করোনা ভাইরাস বৈশ্বিক দুর্যোগ কালীন ফরিদপুর জেলার প্রকৃত দুঃস্থ মানুষের মাঝে যথাযথ ও দ্রুততম সময়ে খাদ্যসহায়তা প্রদানের লক্ষে এ কার্ডের সূচনা করা হয়; যা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং বিগত বছর থেকে সারাদেশে এই মডেল অনুসৃত হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষহতে প্রদত্ত মানবিক সহায়তাকে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে সুষম বণ্টন নিশ্চিত করার জন্য মানবিক সহায়তা কার্ড প্রস্তুত করে প্রকৃত দুঃস্থদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।