ফরিদপুরে অগ্নিকান্ডে তিন পাটের গুদাম পুড়ে ছাই

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

এহসান রানা,ফরিদপুর ; ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অগ্নিকান্ডে তিনটি পাটের গুদাম পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের পাটের গুদামে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা। খবর পেয়ে ফরিদপুরের বোয়ালমারী, সালথা ও গোপালগঞ্জের মোকসেদপুর ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বোয়ালমারী উপজেলার কালিনগর বাজারে হঠাৎ পাটের গুদামে আগুন ধরে। মূহুত্বের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মো. মনির মোল্যা, জালাল সিকদার, সনজিব অধিকারীর পাটের গুদাম পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা সম্ভব হয়নি। ব্যবসায়িদের ধারণা বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. ওহিদুজ্জামান সাইফুল বলেন, আগুনের খবর পেয়ে বোয়ালমারী, সালথা, ও গোপালগঞ্জের মোকসেদপুর ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত পরে জানা যাবে।