নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

ফরিদপুর প্রতিনিধি ; ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানের নদী ও খাল থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব।দীর্ঘদিন যাবত উপজেলার রানপাশা খালে শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে স্থানীয় বালুদস্যু হাসেম সহ একাধিক ব্যক্তিরা ।

এতে হুমকির মুখে পড়ছে নগরকান্দা ফুলসুতি ইউনিয়নের অবস্থিত নদী ও খালের তীরবর্তী রানপাশা সহ আশপাশের গ্রামের ফসলি জমি, বনভূমি, রাস্তাঘাট, ব্রিজ -কালভার্ট ইত্যাদি ।

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল বালু দস্যুদের মৌখিকভাবে বারণ করলেও থামছে না অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব।প্রকাশ্যে দিবারাত্রী চলছে বালু উত্তোলন।

এলাকাবাসীরা জানান , শ্যালো মেশিনের বিকট শব্দে নষ্ট হচ্ছে আশপাশের শিক্ষার পরিবেশ হুমকিতে প্রাকৃতিক পরিবেশ।

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বালুদস্যু হাসেম কোন সদাত্তর ও প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারে নাই ।

ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন জানান , অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আমাকে সহকারী কমিশনার (ভুমি) অবগত করেছেন , আমি বিষয়টি দেখিতেছি এবং অবৈধ বালু দস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো ।