ফরিদপুরে বিএনপিনেত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

এহসান রানা, ফরিদপুর : ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচনী প্রচারণাকালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা নায়াব ইউসুফের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালায়। গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধা সাতটার দিকে গেরদার বুকাইলের মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে শহরের ময়েজ মঞ্জিলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এ হামলার সাথে আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা জড়িত অভিযোগ করে বলেন, হামলাকারীরা জয় বাংলা শ্লোগান দিয়ে তার গাড়িতে আঘাত করতে থাকে। এতে সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর গাড়ির সামনে মোটর সাইকেল রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে যেভাবে তারা সন্ত্রাস চালিয়ে ভোটারবিহীন নির্বাচনে জিতেছিল সেই একইরকম পরিস্থিতি এই ইউপি নির্বাচনেও লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, শুক্রবার বিকেলে মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আরিফ হোসেনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভা শেষে তিনি ওই ইউনিয়নের বুকাইলের মোড় এলাকায় গণসংযোগে নামেন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তাগণ এগিয়ে এলে তিনি তাদের গাড়ি নিয়ে ঘটনাস্থল ছেড়ে আসেন। তখনও নৌকার উচ্ছৃঙ্খল কর্মীরা উস্কানিমুলক শ্লোগান দিচ্ছিলো। ঘটনার পরপরই তিনি বিষয়টি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে গেরদার উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. আরিফ হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দয়া হচ্ছে। এ পর্যন্ত হামলা করে তিনজনকে গুরুতর আহত করা হয়েছে। তারা নিজেরাইতাদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে প্রতিপক্ষকে হয়রানীর চেষ্টা করছে। উপনির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও পুলিশ বিভাগের সহায়তা কামনা করেন। এবিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মো. সেলিম মিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু, রুকসুর সাবেক ভিটি এমএম ইউসুফ. মো. সেলিম মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোনের অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশীদ রিমু, আব্দুল্লাহ আল মামুন সনেট, আব্দুল্লাহ আল মামুন রতন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২৮ ফেব্রুয়ারী রোববার গেরদা ইউপির চেয়ারম্যান পদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।