ফরিদপুরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে আটরশিতে পবিত্র ওরস শরীফ

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরপুর আটরশিতে আজ বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৮ দিনব্যাপী মহা পবিত্র ওরস শরীফ শেষ হয়েছে । করোনার কারণে এবছর আটটি বিভাগে প্রতিদিন একটি করে বিভাগের ভক্তবৃন্দ পবিত্র ওরস অংশগ্রহণ করে।

বিগত দিনের ন্যায় এখানে ওয়াজ নসিহত , জিকির আজগার, আম বয়ান , দেশ ও জাতীর মংগল কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ষেশ হয়।

উল্লেখ করা যেতে পারে গত শুক্রবার থেকে এই ওরস শরীফ শুরু হয় প্রতি বছর চারদিন এই মহতী ধর্মীয় অনুষ্ঠান করা হলেও এবছর করনার কারনে তা বাড়িয়ে আটদিন করা হয়।