ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে, নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে শীর্ষক সেমিনার সোমবার সকাল ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামানসহ ইউনিয়ন চেয়ারম্যান, গ্রাম পুলিশসহ কর্মকর্তাগণ।

সেমিনারে প্রধান অতিথি মোসাঃ তাসলিমা আলী : দেশ থেকে অবৈধ ভাবে বিদেশে গমন না করে দক্ষ হয়ে বৈধ পথে বিদেশে গমন করার আহব্বান জানান সেমিনারে উপস্থিত সকলকে।