ফরিদপুরে কৃষকের ধান কেটে দিল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নেতাকর্মীরা

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

এহসান রানা,ফরিদপুর : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার জয়কালীর মাধবপুর এলাকার কৃষকদের হারভেস্টার মেশিন দিয়ে ৩ বিঘা জমির ধান কেটে দিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা কর্মীরা ।

শনিবার (২৪ ই এপ্রিল ) বিকেলে এই ধান কাটার উদ্ধোধন করেন উক্ত সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সাবেক ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সত্যজিৎ মুখার্জী ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ফরিদপুর শহর শাখার সভাপতি গোলাম রব্বানী , সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম মামুন , ফরিদপুর জেলা শাখার সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো মিজানুল হক রিংকু ও বোয়ালমারী উপজেলার নেতা কর্মীরা ।

সংগঠনের নেতারা জানান, ধারাবাহিক ভাবে বোয়ালমারী এলাকার কৃষকদের ধান কাটা অব্যাহত থাকবে ।