ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুপুর ১২ টা ১৫ মিনিটে কোতোয়ালী থানার পশ্চিম আলিপুর জনৈক খোকা পীরের বাড়ীর বিপরীতে মাসুদের বাড়ী সংলগ্ন তার অটোর গ্যারেজ হতে দেশীয় মাদকদ্রব্য ১০ কেজি গাজা বিভিন্ন ভাবে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এস.আই আইয়ুব আলী-এর নেতৃত্বে একদল ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী মাসুদ আহমেদ (৫৩) ও শেখ নুর মোহাম্মদ (৩৫)-কে আটক করে। তারা পুলিশের কাছে জানায়, এই গাজা কুষ্টিয়া থেকে বিক্রির জন্য আনা হয়েছে। গত এক বছরে মাদক উদ্ধারের ঘটনায় এটা বড় চালান।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ সংক্রান্ত বিষয়ে গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করে। তিনি বলেন, ফরিদপুরে মাদক প্রতিরোধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কর্মকার বলেন, আমরা পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম স্যারের নির্দেশনায় ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।