জেলা পরিষদ সদস্যকে হত্যার উদ্দেশ্যে করা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. পিয়ার জাহানকে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা পরিষদ সদস্যবৃন্দ। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ এপ্রিল দুপুর ২টায় ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. পেয়ার জাহানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় উপজেলার দলদলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরজাদ আলী ভুট্টুর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। এ সময় হামলায় জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানের বাম পা ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। কিন্তু কি কারণে এই হামলা চালানো হয় তা কারো জানা নেই। তিনি আরো জানান, হামলা পরবর্তী ভোলাহাট থানায় চেয়ারম্যান আরজাদ আলী ভুট্টুকে প্রধান আসামি করে মামলা দায়ের (মামলা নং- ৯) করা হলেও কোন এক অজ্ঞাত কারণে আসামিদের কাওকে এখন পর্যন্ত গ্রেফতারতো দূরের কথা আটক করেও আইনের আওতায় আনতে পারেনি ভোলাহাট থানা পুলিশ। আর তাই অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের সংরক্ষিত আসন-১ এর সদস্য মোসা. হোসনে আরা, ৩ নং ওয়ার্ড সদস্য মো. আশরাফুল হক, ৪ নং ওয়ার্ড সদস্য মো. কবির আহম্মদ খান, ৬ নং ওয়ার্ড সদস্য মো. রয়েল বিশ্বাস, ৯ নং ওয়ার্ড সদস্য মো. কামাল উদ্দীন ও ১১ নং ওয়ার্ড সদস্য মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান জানান, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানের ওপর হামলা পরবর্তী একটি মামলা দায়ের হয়েছে এবং আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র-সচিবের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রাণ বাঁচাতে সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে এমপি পুত্রের সংবাদ সম্মেলন আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: জেলা পরিষদ সদস্যকেসংবাদ সম্মেলনহত্যার উদ্দেশ্যে করাহামলার প্রতিবাদে