প্রাণ বাঁচাতে সংবাদ সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণনাশের হুমকির প্রতিবাদে নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া বাজারের ব্যবসায়ী শামীম হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মানিক হোসেন। বৃহস্পতিবার বিকেলে গুরুদাসপুর বার্তার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগি যুবক। অভিযুক্ত ব্যবসায়ী শামীম উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া এলাকার মৃত-কবেজ উদ্দিনের ছেলে এবং ভুক্তভুগি যুবক একই এলাকার মোঃ মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় মানিক হোসেন বাদী হয়ে ব্যবসায়ী শামীমের নামে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভুগী যুবক মানিক হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। জীবন জীবিকা নির্বাহের জন্য গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে থাকেন। অভিযুক্ত শামীম হোসেন ইতিপূর্বেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা মিমাংশার জন্য বিভিন্ন সময় বড় অংকের টাকা চায়। টাকা দিতে না চাওয়ায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২ টার দিকে গাড়ি নিয়ে নওপাড়া বাজারে তিনি পৌছালে অভিযুক্ত ব্যক্তি শামীম হাতে ধারালো কান্তি ও চাকু নিয়ে তাকে আঘাত করার উদ্দেশ্যে তার পিছু নেয়। একপর্যায় প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান তিনি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র-সচিবের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে এমপি পুত্রের সংবাদ সম্মেলন আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রাণ বাঁচাতেসংবাদ সম্মেলন