কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র-সচিবের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, সচিব ও তাদের অনুসারী কাউন্সিলর ও কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন সুবিধাবঞ্চিত ৪ কাউন্সিলর। রোববার জয়পুরহাট প্রেস ক্লাবে বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। সুবিধাবঞ্চিত ৪ কাউন্সিলর হলেন, ফেরদৌস, দাদে এলাহী, মহিমা বেগম ও জান্নাতি বেগম। এ সময় ৪ কাউন্সিলরের স্বাক্ষরিত লিখিত বক্তব্য তুলে ধরেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস। লিখিত বক্তব্যে বলা হয়, কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, সচিব ও তাদের অনুসারী কাউন্সিলর ও কর্মচারীরা যোগসাজসে সরকারের বরাদ্দের ৭ লাখ ২৫ হাজার টাকা নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়াও নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), ৯টি ভূয়া প্রকল্প তৈরি করে ৭ লাখ ১৯ হাজার ৮১ টাকা আত্মসাৎ, জনপ্রতিনিধিকে বাদ দিয়ে নিয়ম বহির্ভুতভাবে পৌর কর্মচারীদের নামে প্রকল্প দেওয়া, দুরঞ্জ গ্রামের একটি পুকুর প্যালাসাইডিং ও মাটি ভরাট কাজে ১৫ মেট্রিক টন গম আত্মসাৎ করাসহ নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন তারা। প্রধানমন্ত্রীর দেওয়া ২৫শ টাকার নামের তালিকাও সঠিক নিয়মে করা হয়নি। এসব অভিযোগের ব্যাপারে কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র লিলি বেগম বলেন, কাউন্সিলরদের দিয়ে প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এ ব্যাপারে কোন অনিয়ম হয়নি। দুর্নীতির কোন প্রশ্ন আসেনা। ভারপ্রাপ্ত মেয়র ও সচিবের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় কাউন্সিলর ফেরদৌস, দাদে এলাহী, মহিমা বেগম ও জান্নাতি বেগমকে গত ৯ মাস ধরে সম্মানী ভাতা দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রাণ বাঁচাতে সংবাদ সম্মেলন নন্দীগ্রাম পৌরসভার মেয়র হলেন আনিছুর রহমান শপথ নিলেন ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ঈশ্বরদীতে এমপি পুত্রের সংবাদ সম্মেলন আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: কালাইদুর্নীতির বিরুদ্ধেপৌরসভারভারপ্রাপ্ত মেয়র-সচিবেরসংবাদ সম্মেলন