পঞ্চগড় প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের ৩শ কম্বল বিতরণ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : অসহায় ও দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড় প্রেস ক্লাব।

সোমবার দুপুরে প্রেস ক্লাব চত্বরে জেলা শহরের বিভিন্ন এলাকার প্রায় ৩শ শীতার্তদের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এ সময় পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।