দীর্ঘ ৪৫ বছর পর স্থায়ী ঠিকানা পেল পঞ্চগড় প্রেসক্লাব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ অনলাইন ডেস্ক : ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় প্রেসক্লাব অবশেষে পেল নিজের স্থায়ী ঠিকানা। প্রতিষ্ঠার পর থেকে সরকারি খাস জমিতে অস্থায়ীভাবে ঘর তুলে প্রেসক্লারের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দীর্ঘ ৪৫ বছর পর জমির মালিকানা পাওয়ায় সাংবাদিকরা উল্লাস প্রকাশ করে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর কাছে প্রেসক্লাবের অনুকূলে জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। ভুমি মন্ত্রণালয় প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর আবেদনের প্রেক্ষিতে তার অনুকুলে এ জমি বরাদ্দ দেয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রেসক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন। তিনি প্রেসক্লাবের জমি বরাদ্দে প্রত্যক্ষভাবে সহযোগিতা করায় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপিকে ধন্যবাদ জানান। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, ভূমি সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক বর্তমানে ব্যক্তিগত সচিব-১ মোহাম্মদ সালাহউদ্দিন, পরিচালক (প্রশাসন) বর্তমানে মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এটুআই কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তাকে ধন্যবাদ জানান। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম বলেন, ১৯৭৪ সালে পঞ্চগড় প্রেসক্লাব প্রতিষ্ঠার পর খাস জমিতেঅস্থায়ী ভবনে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বিষয়টি জেনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনই স্থায়ীভাবে জমিটি বরাদ্দ পেতে উদ্যোগী হতে সাংবাদিক নেতৃবৃন্দকে তাগাদা দেন। পরে প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু জমিটি স্থায়ীভাবে বরাদ্দ পেতে আবেদন করেন। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের হস্তক্ষেপে দ্রুত দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে ভুমি মন্ত্রণালয়ে ওই আবেদন পাঠানো হয়। পরে ভুমি সচিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দ বিষয়টি জানালে তিনিও প্রয়োজনীয় সহযোগিতা দেন। এরপর সাধারণ সম্পাদকের অনুকূলে ভূমি মন্ত্রণালয় কোটি টাকার অধিক মূল্যের প্রায় ৬ শতক জমি মাত্র ১০ হাজার ১ টাকা প্রতীকি মূল্যে বরাদ্দ দেয়। সবার সহযোগিতায় যত দ্রুত সম্ভব বরাদ্দকৃত জমিতে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। জমি বরাদ্দ পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব-১ মো. সালাহউদ্দীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকি, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তাসহ অনেকের প্রত্যেক্ষ ও পরোক্ষ সহযোগিতার জন্যপ্রেসক্লাব নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানান। এর আগে সরকারের পক্ষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু দলিলে স্বাক্ষর করেন। সোমবার সদর সাব রেজিষ্টার দলিলটি রেজিস্ট্রি করেন। Share this:FacebookX Related posts: পঞ্চগড় প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের ৩শ কম্বল বিতরণ বিরামপুরে প্রেস ক্লাব সভাপতি শাহিন, সম্পাদক মশিহুর মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিক তুলে নিয়ে ১ বছরের জেল সাংবাদিক আরিফুলের জামিন কুড়িগ্রামের সেই ডিসির বিরুদ্ধে থানায় অভিযোগ হিলিতে সংবাদকর্মীদের পিপিই প্রদান কুড়িগ্রামে মাসব্যাপী প্রেসক্লাবের সবজি বিতরণ ফুলবাড়ীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় প্রেসক্লাব সম্পাদকের মাথা ফাটিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: দীর্ঘ ৪৫ বছর পরপঞ্চগড় প্রেসক্লাবস্থায়ী ঠিকানা পেল