পঞ্চগড়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষ

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়েছে।

১৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সনদ বিতরণ করেন। এ সময় কর্মশালার সমন্বয়কারী পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন উপস্থিত ছিলেন।

পিআইবির সহযোগিতায় পঞ্চগড় প্রেসক্লাব এলজিইডির সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করেন। ৩ দিনের এই কর্মশালায় সংবাদের সংঙ্গা, বৈশিস্ট্য, উপাদান, সংবাদের মূল্য, সংবাদ চেতনা, শিরোনাম ও সংবাদ সূচনা, সংবাদ লেখার কৌশল, ফ্যাক্ট চেকিং, ফিচারের ধরণ, প্রকরণ, অনুসন্ধানী প্রতিবেদন ও গভীরতর প্রতিবেদনের মধ্যে পার্থক্য, অনুসন্ধানী প্রতিবেদন লেখার কৌশল, অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যের উৎস তৈরির কৌশল বিষয়ে ধারণা দেওযা হয়। প্রশিক্ষণে জেলার পাঁচ উপজেলার ৩৫ জন গণমাধ্যকর্মী অংশ নেয়।