সাংবাদিক হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পঞ্চগড় প্রেস ক্লাবের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমূখ। বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।