রাণীনগর মহিলা অনার্স কলেজে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : শনিবার দুপুরে নওগাঁর রাণীনগর মহিলা অনার্স কলেজে ৪তলা বিশিষ্ট “ইসরাফিল আলম” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে । স্থানীয় সাংসদ ইসরাফিল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এভবনের উদ্বোধন করেন। এছাড়া একই সাথে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রবীন শিক্ষক গিয়াস উদ্দিন, মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুসহ কলেজের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।