চাটমোহরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ইউনুস আলী (৫০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে আটটার দিকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক ইউনুস আলীর বাড়ি পাবনা সদর উপজেলার কামারগ্রামে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় চাটমোহরের নেংড়ী মাস্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক ও তার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করে।

র‌্যাবের দাবি, আটক ইউনুস অস্ত্রধারী সন্ত্রাসী। সে জিজ্ঞাসাবদে স্বীকার করেছে নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে দীর্ঘদিন ধরে অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের হয়েছে।