দৈনিক যুগান্তর জগন্নাথপুর প্রতিনিধির পিতার ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক !

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর থেকে : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর আবাসিক এলাকার প্রয়াত সামাদ উল্লাহর পুত্র শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মো. ছুরত মিয়া ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ………রাজেউন)মঙ্গলবার ভোররাত পৌনে ৫টায় পৌরশহরের নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো (৮০)।তিনি স্ত্রী, চার ছেলে ও সাত মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত ছুরত মিয়া দৈনিক যুগান্তরের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনুর পিতা।

জগন্নাথপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছুরত মিয়া জনপ্রতিনিধিত্বের পাশাপাশী শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আমৃত্যু তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা,স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমুলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখেন।

ছুরত মিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে পৃথক পৃথক শোক বার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন,সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সাংসদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম.এনামুল কবির ইমন, সহ সভাপতি সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্ধ।