নবীগঞ্জে সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি সেলিম, সম্পাদক মুন্না

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার প্রমূখ।

সম্মেলনে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

নব-গঠিত কমিটিতে দৈনিক ভোরের ডাক নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম তালুকদারকে সভাপতি ও বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি রাকিল হোসেন (চ্যানেল এস (ইউকে)/দৈনিক সিলেটের ডাক), সহ-সভাপতি এম.এ মুহিত (দৈনিক লোকালয় বার্তা), যুগ্ম সম্পাদক মোঃ ছনি চৌধুরী (জয়যাত্রা টিভি/দৈনিক একাত্তরের কথা), অর্থ সম্পাদক মোহাম্মদ শওকত আলী (দৈনিক সংগ্রাম), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ চৌধুরী (দৈনিক হবিগঞ্জ সমাচার), প্রচার সম্পাদক সুমন আলী খাঁন (দৈনিক সিলেটের দিনকাল), নির্বাহী সদস্যবৃন্দরা হলেন- মোঃ আলাউদ্দিন (সম্পাদক, দৈনিক হবিগঞ্জ সময়), ফখরুল আহসান চৌধুরী (দৈনিক ইনকিলাব), শাহ সুলতান আহমেদ (প্রতিদিনের সংবাদ/জালালাবাদ), আশাহিদ আলী আশা (দৈনিক আলোকিত সকাল), আকিকুর রহমান সেলিম (দৈনিক সমাচার), সলিল বরণ দাশ (দৈনিক আমাদের সময়), আলী হাছান লিটন (স্বদেশ বার্তা), এটিএম জাকিরুল ইসলাম (দৈনিক আজকালের খবর), বুলবুল আহমেদ (চ্যানেল এস), তৌহিদ চৌধুরী (দৈনিক লোকালয় বার্তা) কে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মোঃ লুৎফুর রহমান, সঈদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস মোল্লা, রুস্তমপুর মাদ্রাসার সুপার মোঃ সাজ্জাদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক এম মুজিবুর রহমান, আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ গোপ, লন্ডন প্রবাসী শেখ আব্দুল গফুর চৌধুরী, হবিগঞ্জ খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ জুয়েল চৌধুরী, লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান শাওন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমদ, সাংবাদিক তাজুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের লোকজন।