প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় কটুক্তি: প্রতিবাদ করায় প্রধান শিক্ষকে পিটিয়ে জখম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১ এম.এ খালেক, হালুয়াঘাট: ময়মনসিংহের হালুয়াঘাটে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করার প্রতিবাদ করায় এক প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৫এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধারা বাজারের তালুকদার ভিলেজ মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা জানাজানির পর স্থানীয় শিক্ষকগণ ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। অভিযোগে প্রকাশ, ধারা বাজারস্থ মাদ্রাসা রোডের প্রাণ এগ্রিকালচার মার্কেটিং ড্রিংস গ্রুপ ও বিডি ফুট কর্পোরেশন লি: এর কোম্পানী মনোনীত ডিলার ব্যবসায়ী মাঝিয়াইল গ্রামের মৃত বাবুল হোসেন এর পুত্র ধারা নি¤œমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান ঘটনার পূর্বে ধারা বাজারের তালুকদার ভিলেজ মার্কেটে যুবলীগ নেতা রেজাউল করিম ইরান এর ব্যক্তিগত অফিসের সামনে বসিয়া আলাপ-আলোচনা করতে ছিলেন। এই সময় একই গ্রামের জনাব আলীর পুত্র মাওলানা মাহাবুবুর রহমান (৪৭)সহ অজ্ঞাতনামা ৪/৫ জন লোক নিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষ সমর্থন করিয়া মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করিলে আমি (প্রধান শিক্ষক মাসুদুর রহমান) প্রতিবাদ করায় তাহার সহিত আমার বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আক্রমণ করে এলোপাথারী ভাবে কিল, ঘুষি মারিয়া শিক্ষকের চোখে রক্তজমাটসহ শরিলের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করেন। মাওলানা মাহাবুবুর রহমান পঞ্জাবী ছিড়ে টানা হেচড়া করে পাঞ্জাবীর পকেট থাকা মাল বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়। পাশাপাশি তাকে দুই লক্ষ টাকা চাঁদা না দিলে ধারা বাজারে ব্যবসা করিতে দিবে না মর্মে হুমকি প্রদান করেন। এছাড়াও মাওলানা মাহাবুবুর রহমান চাঁদাবাজ, ইসলামীক লেবাসধারী উগ্র জঙ্গীবাদী, সুদখোর লোক বলে অভিযোগে উল্লেখ করা হয়। মাওলানা মাহাবুবুর রহমান এর নামে হালুয়াঘাট থানায় একাদিক নাশকতা মূলক মামলা রয়েছে। মামলা গুলি বিজ্ঞ আদালতে বিচারাধীন বলে জানান। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার পর স্থানীয়রা উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চিকিৎসার জন্য ভর্তি করেন। এ বিষয়ে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাওলানা মাহাবুবুর রহমান এর নামে হালুয়াঘাট থানায় একাদিক নাশকতা মূলক মামলাও রয়েছে। মামলা গুলি বিজ্ঞ আদালতে বিচারাধীন। তিনি মাওলানা মাহাবুবুর রহমান এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। ঘটনার বিষয়ে মাওলানা মাহাবুবুর রহমান এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, তিনি লিখিত অভিযোগটি পেয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। শিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। Share this:FacebookX Related posts: প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় কটুক্তি: প্রতিবাদ করায় প্রধান শিক্ষকে পিটিয়ে জখম ভালুকায় মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দেবর গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম শ্বশুর বাড়িতে শিক্ষক খুন : খুনীদের বিচারের দাবিতে মদনে মানববন্ধন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার মুক্তাগাছায় ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ বোয়ালী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে অবৈধ দাবী করে সংবাদ সম্মেলন ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান SHARES Matched Content ময়মনসিংহ বিভাগ বিষয়: জখমপিটিয়েপ্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় কটুক্তি: প্রতিবাদ করায় প্রধানশিক্ষকে