হাজারো মানুষের ভালবাসায় চির বিদায় নিলেন আলহাজ্ব আলী আজগর

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১
হাজারো মানুষের ভালবাসায় চির বিদায় নিলেন আলহাজ্ব আলী আজগর

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : হাজারো মানুষের ভালবাসায় চির বিদায় নিলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, উপজেলা পরিষদের দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আমদানি রপ্তানিকারক গ্রুপের মহাসচিব আলহাজ্ব আলী আজগর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শুক্রবার সন্ধায় হঠাৎ শাররিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর নিজ বাসা থেকে ক্রিসেন্ট হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

শনিবার বিকাল ২টায় হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাজা অনুষ্ঠত হয়। এবং ২য় জানাজা শেষে ময়মনসিংহের চরলক্ষীপুর নিজ গ্রামের অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে দাফন সম্পূর্ন করা হবে।

হাজারো মানুষের ভালবাসায় চির বিদায় নিলেন আলহাজ্ব আলী আজগর


আলহাজ্ব আলী আজগর এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ময়মনসিংহ-১ আসনের সাংসদ ও আমদানি ও রফতানি কারক গ্রুপ এর সভাপতি জুয়েল আরেং। এ ছাড়াও উপজেলা পরিষদ,উপজেলা বিএনপি, হালুয়াঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে বুকে ধারণ করে বিগত ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আনুষ্ঠানিক ভাবে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন এই বর্ষীয়ান নেতা। তিনি হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ১৯৮৭ ও ২০০৯ সালে দুই মেয়াদে দ্বায়িত্ব পালন করেন। এর পূর্বে ২০০৬ ও ২০০৮ সালে এবং সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন চেয়ে ছিলেন।