ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক শাহ মাজহারুল’র ইন্তেকাল

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক শাহ মাজহারুল’র ইন্তেকাল

হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শাহ মাজহারুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল (৮৬) বছর।

রবিবার রাত ৭.৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা শাহ মাজহারুল হান্নান এর মৃত্যুতে ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং তিনি শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার বিকেল ৩টায় স্থানীয় শিমূলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয় । এ বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।

শাহ মাজহারুল হান্নান (পুরো নাম শাহ আবু রায়হান মোহাম্মদ মাজহারুল হান্নান) ১৯৩৫ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে কৈচাপুর ইউনিয়নের ভেকিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৫২’র ভাষা আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন।

তিনি ১৯৫৪ সালে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগে। এরপর তিনি হালুয়াঘাট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরে টানা ১৭ বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মহান ৭১-এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়াও উপজেলার গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষানুরাগী শাহ মাজহারুল হান্নান শিমুলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতিসহ চরবাঙ্গালিয়া নাইট মনিন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পালন করেন।

ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় ভাষা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন কর্তৃক ২০১০ সালে তাকে ‘ভাষা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন পদক’ এ ভূষিত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শাহ মাজহারুল হান্নান এর মৃত্যুতে হালুয়াঘাট প্রেসক্লাব,উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক দল ,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন