গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে করোনা ভাইরাস রোধে মাস্ক পরিধান নিশ্চিত ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে সোমবার (২২ মার্চ) দুপুরে গৌরীপুর বাজারে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান।

ভ্রাম্যমান আদালত মাক্স পরিধান না করায় সোমা প্যাথলজি, একটি রড-সিমেন্টের দোকান ও ৮জন পথচারীসহ ১০ জনকে ৩হাজার ২শ টাকা অর্থদন্ডে দন্ডিত করে।

অপরদিকে অপরিচ্ছন্নতার জন্য লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহযোগিতা করেন গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম শফিক ও থানা পুলিশ।