গৌরীপুরে আবাসিক প্রকৌশলীকে প্রত্যাহার গ্রাহকদের বিক্ষোভ অব্যাহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুরে মুদি দোকানীকে ৯লাখ ২৪হাজার টাকার বিদ্যুৎ বিল’ আর গ্রাহক হয়রানির কারণে অবশেষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিরঞ্জন কুন্ডুকে প্রত্যাহার করা হয়েছে। এ পদে সোমবার (২২মার্চ) যোগদান করেন মো. বিল্লাল হোসেন। এদিকে সোমবার (২২মার্চ) এলাকায় বিক্ষোভ করেন ভোগান্তির শিকার বিদ্যুৎ গ্রাহকরা। কোনাপাড়া গ্রামবাসীর সঙ্গে এবার প্রতিবাদে অংশ নেন গৌরীপুর উপজেলার ২৯টি গ্রামের মানুষ। হাজার হাজার গ্রাহককে ভৌতিক বিল ও হয়রানির প্রতিবাদের মুখে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সাতদিন যাবত এ অঞ্চলে প্রবেশ করতে পারেনি। আন্দোলনকারীদের দাবি, শতশত গ্রাহকের মিটার না দেখেই বিদ্যুৎ বিল করা হয়েছে। সেসব মিটারের বিল প্রত্যাহার করা হলেও হতদরিদ্র মুদি দোকানী হেলাল উদ্দিনের বিল প্রত্যাহার করা হয়নি। এ বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা ঘোষণা দেন। বিদ্যুৎ বিভাগের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মিটার রিডার আব্দুল্লাহ মিয়া জানান, হেলাল উদ্দিনের মিটারের ইউনিট জাম্প করেছে। তার মিটারের ধারাবাহিক প্রতিবেদন রয়েছে ও ৪বছর পূর্বে স্লিলিং করা হয়। ৯লাখ ২৪হাজার ৩২৭টাকার এ বিল অবিশ^াস্য ও অযোক্তিক! সদ্যযোগদানকৃত আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ মো. বিল্লাল হোসেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) ময়মনসিংহের সভাপতি মো. এমদাদুল হক ও ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মো. আতিকুল ইসলামের সঙ্গে বিক্ষুব্ধ গ্রাহকদের সোমবার (২২মার্চ) বৈঠক হয়। সভার সিদ্ধান্তক্রমে পরীক্ষামূলকভাবে মুদি দোকানী মো. হেলাল উদ্দিনের দোকানে নতুন মিটার সংযোগ দেয়া হয়। তারা জানান, এ মিটারের রিডিং অনুযায়ী তার পূর্বের হিসাব-নিকাশ করে অতিরিক্ত বিদ্যুৎ বিলের দায় থেকে হেলাল উদ্দিনকে মুক্তির জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার গৌরীপুরে পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু গৌরীপুরে মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া-মাহফিল গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: আবাসিক প্রকৌশলীকেগৌরীপুরেগ্রাহকদের বিক্ষোভ অব্যাহতপ্রত্যাহার