ধর্মপাশায় প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডা. তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় স্থাপিত সরিষা প্রদর্শীর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জয়শ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল হাসান। এতে বক্তব্য দেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কমর্কর্তা রফিকুল ইসলাম।