কক্সবাজারে আগুনে পুড়ে অঙ্গার ঘুমন্ত ৩ ভাই-বোন

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃকক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে ঘুমের মধ্যেই অঙ্গার হয়েছেন তিন ভাই-বোন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রির ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার মুহুৃতের্র মধ্যেই বেড়ার তৈরি পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরথেকে বয়স্ক সদস্যরা বের হয়ে প্রাণে বাঁচলেও আগুনে পুড়ে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও ১ ছেলে। তারা হলেন, মো. জিহাদুল ইসলাম (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জান্নাত মিম (১০) ও আফিয়া জান্নাত মিতু (৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান।

নিহত শিশুর মা কাজল আক্তার জানান, ‘সোমবার রাতে ভাত খেয়ে তিন শিশু একসাথে একটি রুমে ঘুমিয়ে পড়ে। আমি ১৫ মাসের বাচ্চা নিয়ে আলাদা একটি রুমে ঘুমিয়ে পড়ি। এ সময় আমার স্বামী বাড়ির বাইরে তার কর্মস্থলে ছিলেন। রাত সাড়ে ১১টার সময় হঠাৎ আগুন দেখে পরিবারের অপরাপর সদস্যরা চিৎকার শুরু করলে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হওয়ার পর দেখি ঘুমে থাকা আমার তিন শিশু আগুনে পুড়ে মারা গেছে।’ একই পরিবারে এক সাথে তিন শিশুর মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের আহাজারি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান জানান, অগিকাণ্ডের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সাথে সাথে উপজেলা প্রশাসনকে জানানোর পর মঙ্গলবার সকাল ১০টার সময় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।