রানীনগর-আবাদপুকুর -কালীগঞ্জ সড়ক: ধুলাবালুতে নিত্য দুর্ভোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ রানীনগর-আবাদপুকুর -কালীগঞ্জ সড়ক: ধুলাবালুতে নিত্য দুর্ভোগ নাজমুল হক নাহিদ, নওগাঁ : দরপত্রে এক বছর আগে কাজ শেষ হওয়ার চুক্তিনামা থাকলেও এখনো সড়ক পাকাকরণের কাজই শুরু হয়নি। নওগাঁর রানীনগর-আবাদপুকুর ও কালীগঞ্জ সড়ক প্রায় ২২ কিলোমিটার সড়কের বেহাল দশায় দুর্ভোগ চরমে। ঝুঁকিপূর্ণ সড়কে দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন। মাত্রাতিরিক্ত ধুলাবালুতে অসুস্থ হচ্ছেন স্থানীয় ও পথচারীরা। ঠিকাদার প্রতিষ্ঠান এসপেক্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ওয়াহেদ কনস্ট্রাকশন লিমিটেড দরপত্রের মাধ্যমে ২০ নভেম্বর ২০১৮ সালে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করে ১৯ নভেম্বর ২০১৯ সালে শেষ করার কথা থাকলেও এখনো সড়কে পাকাকরণের কাজই শুরু করতে পারেনি। গেল দুই বছরে আগের পিচঢালা সড়কে আস্করণ উঠিয়েছে তারা। বর্তমানে ধুলা আর উঁচু-নিচু সড়ক হওয়ায় চলাচলে দুর্ভোগ চরমে। অথচ এ সড়কে মালবাহী শত শত ভারী যানবাহন ট্রাক, ট্রাক্টর, মিনি ট্রাক, ভটভটি-নছিমন, টমটম, অটোভ্যান, মোটরবাইকসহ বিভিন্ন ছোট-বড় গাড়ি চলাচল করে। কয়েক লাখ মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে রাস্তাটি। অনেক কষ্ট সহ্য করে যানবাহনগুলোতে চলাচল করতে হচ্ছে দীর্ঘ তিন বছর ধরে। সময়মতো গন্তব্যে পৌঁছা হয় না যাত্রীদের। ভাঙা রাস্তায় গাড়ির ক্ষতিও বেশি হয়। ঠিকাদার প্রতিষ্ঠানটির কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ফোন ধরেননি। নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) সাজেদুর রহমান বলেন, নিদিষ্ট সময়ে ঠিকাদার প্রতিষ্ঠান দু’টি কাজ শেষ করতে পারেনি। গত অর্থবছরে করোনার কারণে আগের পাওনা বকেয়া থাকলেও এই অর্থবছরে তা পরিশোধ করা হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান দু’টিকে। তিনি আরো জানান, বকেয়া পরিশোধ করার পরও তাদের গাফিলতির কারণে কাজ শুরু করেনি। দ্রুত কাছ শেষ করার জন্য চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। যদি ঠিকাদার প্রতিষ্ঠান দু’টি কাজ শুরু না করে জরিমানাসহ তাদের কাজ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে। এতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। তিনি বলেন, জনস্বার্থে দ্রুত সড়কে কাজ শুরু করতে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে। Share this:FacebookX Related posts: গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ আব্দুল জলিল ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী রাজশাহীতে নতুন পেঁয়াজের দাম পেয়ে খুশি কৃষক আত্রাইয়ে কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু নিয়ে ধুম্রজাল প্রশাসনের নজরদারিতে জনশূণ্য আত্রাইয়ের হাট-বাজার আত্রাইয়ে ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসাকর্মীরা আত্রাইয়ে ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন: মনোনয়ন প্রত্যাশী সুমনের মোটরসাইকেল শোডাউন পোরশায় সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রাজশাহীতে ‘জয়িতা’ পুরষ্কারের জন্য নির্বাচিত ১০ নারী নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ SHARES Matched Content দেশের খবর বিষয়: আবাদপুকুরকালীগঞ্জ সড়কধুলাবালুতে নিত্য দুর্ভোগরানীনগর